Case Reference

Anytime, Anywhere

+88 01911 008 518

Guidelines for Warrant | BD Kanoon


সতর্কীকরণ! কেস রেফারেন্স ওয়েবসাইটে প্রকাশিত অধিকাংশ নজীর বিভিন্ন বই ও ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। এই সকল নজীর এর সঠিকতার বিষয়ে কেস রেফারেন্স ওয়েবসাইট  কোন নিশ্চয়তা প্রদান করে না। কেস রেফারেন্স ওয়েবসাইটে প্রকাশিত নজীর এর উপর নির্ভর এর আগে সংশ্লিষ্ট নজীরটির রেফারেন্স মিলিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।

Code of Criminal Procedure


Code of Criminal Procedure (V of 1898) 
Section 75

গ্রেফতারি পরোয়ানা ইস্যুর সময় গ্রেফতারি পরোয়ানা প্রস্তুতকারী ব্যক্তিকে ফৌজদারী কার্যবিধির ধারা ৭৫ এর বিধানমতে নির্ধারিত ফরমে উল্লিখিত চাহিদা অনুযায়ী সঠিক ও সুস্পষ্টভাবে তথ্যাদি দ্বারা পূরণ করতে হবে; যেমনঃ

(ক) যে ব্যক্তি বা যে সকল ব্যক্তি পরোয়ানা কার্যকর করবেন, তার বা তাদের নাম এবং পদবী ও ঠিকানা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে;

(খ) যার প্রতি পরোয়ানা ইস্যু করা হচ্ছে অর্থাৎ অভিযুক্তের নাম ও ঠিকানা এজাহার/নালিশী মামলা  কিংবা অভিযোগপত্রে বর্ণিতমতে সংশ্লিষ্ট মামলার নম্বর ও ধারা (এক্ষেত্রে জি আর/নালিশী মামলার নম্বর) এবং ক্ষেত্রমত আদালতের মামলার নম্বর ও ধারা সুনির্দিষ্ট ও সুস্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে;

(গ) সংশ্লিষ্ট অঙ্গ (বিচারক)/ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরের নিচে নাম ও পদবীর সীল এবং ক্ষেত্রমত দায়িত্ব প্রাপ্ত বিচারকের নাম ও পদবীর সদস ৰামপাশে বর্ণিত সংশ্লিষ্ট আদালতের সুস্পষ্ট সীল ব্যবহার করতে হবে;

(ঘ) গ্রেফতারি পরোয়ানা প্রকৃতকারী ব্যক্তির (অফিস স্টাফ) নাম, পদবী ও মোবাইল ফোন নাম্বারসহ সীল ও তার সংক্ষিপ্ত স্বাক্ষর ব্যবহার করতে হবে যাতে পরোয়ানা কার্যকরকারী ব্যক্তির পরোয়ানার সঠিকতা সম্পর্কে কোন সন্দেহের উদ্রেগ হলে পরোয়ানা প্রত্নতকারীর সাথে সরাসরি যোগাযোগ করে উহা সঠিকতা সম্পর্কে নিশ্চিত হতে পারেন।

গ্রেফতারি পরোয়ানা প্রস্তুত করা হলে স্থানীয় অধিক্ষেত্র কার্যকর করণের জন্য সংশ্লিষ্ট পিয়নবহিতে এন্ট্রি করে বার্তাবাহকের মাধ্যমে তা পুলিশ সুপারের কার্যালয় কিংবা সংশ্লিষ্ট থানায় প্রেরণ করতে হবে এবং পুলিশ সুপারের কার্যালয়ের/খানার সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক উক্ত পিয়নবহিতে স্বাক্ষর করে তা বুঝে নিতে হবে। গ্রেফতারির পরোয়ানা প্রেরণে কার্যকর করার জন্য পর্যায়ক্রমে তথ্যপ্রযুক্তি ব্যবহার কাজে লাগানো যেতে পারে।

স্থানীয় অধিক্ষেত্রের বাহিরের জেলায় গ্রেফতারি পরোয়না কার্যকর করণের ক্ষেত্রে পরোয়ানা ইস্যুকারী কর্তৃপক্ষ গ্রেফতারি পরোয়ানা সীলগালা করে এবং অফিসের সীলমোহরের ছাপ দিয়ে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কার্যালয়ে প্রেরণ করবেন।

সংশ্লিষ্ট পুলিশ সুপারের কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সীল মোহরকৃত খাম খুলে প্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা পরীক্ষা করে উহার সঠিকতা নিশ্চিতঅন্তে পরবর্তী কার্যক্রমের জন্য ব্যবস্থা নিবেন। তবে কোন গ্রেফতারি পরোয়ানার ক্ষেত্রে সন্দেহের উদ্রেগ হলে পরোয়ানায় উল্লিখিত পরোয়ানায় প্রস্তুতকারীর মোবাইল ফোনে যোগাযোগ করে উহার সঠিকতা নিশ্চিত হয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন।

গ্রেফতারি পরোয়ানা কার্যকর করণের জন্য পরোয়ানা গ্রহণকারী কর্মকর্তা গ্রেফতারি পরোয়ানা প্রাপ্তিঅন্তে তা কার্যকর করণের পূর্বে পুনরায় পরীক্ষা করে যদি কোনরূপ সন্দেহের উদ্রেগ হয় সেক্ষেত্রে পরওয়ানায় উল্লিখিত পরওয়ানা প্রস্তুতকারীর মোবাইল ফোন নম্বরে ফোন করে উহার সঠিকতা নিশ্চিত হয়ে পরোয়ানা কার্যকর করবেন।

গ্রেফতারি পরোয়ানা অনুসারে আসামীকে/আসামীদের গ্রেফতারের পর সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে উক্ত আসামী/ আসামীদের আইন নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেট/জজ আদালতে গ্রেফতারি পরোয়ানাসহ উপস্থাপন করতে হবে এবং ম্যাজিস্ট্রেট/জজ গ্রেফতারকৃত আসামী/আসামীদের জামিন প্রদান না করলে আদেশের কপি সহ হেফাজতি পরোয়ানা মুলে আসামী / আসামীদের জেল হাজতে প্রেরণসহ ক্ষেত্রমত সম্পূরক নথি তাৎক্ষণিকভাবে গ্রেফতারি পরোয়ানা ইস্যুকারী জজ/ম্যাজিস্ট্রেট আদালত বরাবর প্রেরণ করবেন।    73 DLR 154
Case Reference | All rights reserved.
Developed by Case Reference
Disclaimer

This website provides case citations and case notes only, not full judgments. The information has been collected from various online and offline sources for research and reference purposes. While we strive for accuracy, users are strongly advised to verify the original judgment or official source before relying on any case note provided here.

অনুবাদ করুন